এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। ষ্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য্য বললেন এমপি মিলন।
৫ অক্টোবর সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন। প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, ষ্মার্ট মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষনীয় বিষয়সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। ষ্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য্য।
উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, প্রাথামিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ তদন্ত মো. শাহজাহান আহম্মেদ, সাংবাদিকদের পক্ষে মোরেলগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি মো. ফজলুল হক খোকন, বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ কুমার মিস্ত্রী, এনায়েতিয়া দাখিল মাদ্রসা সুপার মাওঃ আব্দুস সালম খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ও মো. মিজানুর রহমান প্রমূখ।