ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকনের ! বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে সহকারী শিক্ষীকা সহ ৩জনকে আইনি নোটিশ ডিসেম্বর হচ্ছে পৃথিবীর মানচিত্রে একটি নতুন জাতি ও ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সুজন বড়ুয়া’র শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড জয় মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগ মনোনীত প্রার্থী : নাহিম রাজ্জাক। হরিপুরে, ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল! সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে  মোট ২১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পরিবেশমন্ত্রী মো: শাহাব উদ্দিন মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি

  • আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ২০৮৩ বার পড়া হয়েছে

ঢাকার বার্তা ডেক্স :- রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটে মতানৈক্য চলার মধ্যেই তফসিল ঘোষণা ঘিরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি, রোববার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের এই তারিখ জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার তা সরাসরি প্রচার করে।

নির্বাচন ভবনে বিকেল ৫টায় কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সিইসির নেতৃত্বে ওই সভায় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

কমিশনের ওই সভা শেষে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে বুধবার সকালে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

এদিকে নির্বাচন কমিশন এমন সময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে অবরোধ চলছে।

নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটে মতানৈক্য চলার মধ্যেই তফসিল ঘোষণা ঘিরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয় আগারগাঁও এলাকায়। এখানে নির্বাচন ভবন ও সংশ্লিষ্ট এলাকার মূল সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশ।

নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশেও চলছে কড়াকড়ি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে।

নির্বাচন ভবন এলাকায় র‌্যাবের কয়েকটি টহল গাড়ি দেখা যায়। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।

নির্বাচন ভবনের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নগরের মোড়ে মোড়ে পুলিশের সাঁজোয়া যান ও ব্যাপকসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।

দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসাবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

ট্যাগস :

সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকনের !

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি

আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

ঢাকার বার্তা ডেক্স :- রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটে মতানৈক্য চলার মধ্যেই তফসিল ঘোষণা ঘিরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি, রোববার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের এই তারিখ জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার তা সরাসরি প্রচার করে।

নির্বাচন ভবনে বিকেল ৫টায় কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সিইসির নেতৃত্বে ওই সভায় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

কমিশনের ওই সভা শেষে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে বুধবার সকালে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

এদিকে নির্বাচন কমিশন এমন সময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে অবরোধ চলছে।

নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটে মতানৈক্য চলার মধ্যেই তফসিল ঘোষণা ঘিরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয় আগারগাঁও এলাকায়। এখানে নির্বাচন ভবন ও সংশ্লিষ্ট এলাকার মূল সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশ।

নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশেও চলছে কড়াকড়ি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে।

নির্বাচন ভবন এলাকায় র‌্যাবের কয়েকটি টহল গাড়ি দেখা যায়। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।

নির্বাচন ভবনের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নগরের মোড়ে মোড়ে পুলিশের সাঁজোয়া যান ও ব্যাপকসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।

দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসাবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।