ঝালকাঠি সংবাদদাতাঃমো জাহিদ: ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠির সময় টিভির জেলা প্রতিনিধি পলাশ রায়ের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির সর্বস্তরের সাংবাদিক সমাজ।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাকিরা অংশ নেন। মানববন্ধনে একাত্নতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয় মানবন্ধন ও সমাবেশ থেকে।
এতে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির প্রতিনিধি পলাশ রায়, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, দৈনিক গাউছিয়ার প্রকাশক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল ।
সমাবেশে বক্তারা সরকারের কাছে ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইন বাতিলের আহ্বান জানান। সময় টিভির দুজন সিনিয়র সাংসাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
সংবাদ শিরোনাম ::
সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
- মাসুদ রানা
- আপডেট সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- ২৩০০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ