
নিজস্ব প্রতিবেদকঃ নিউমার্কেট থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ ২০২৫ ইং শুক্রবার ভোর-৫.৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন এলাকা থেকে ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা ও সুভাট্টা ইউনিয়ন পরিষদ এর সাবেক নৌকার মার্কার চেয়ারম্যান আসামী মোঃ ইকবাল হোসেন (৫৬) গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ(ওসি) মহসীন উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ ওমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিউমার্কেট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে নিউমার্কেট থানার মামলা নং- ১৭, তারিখ- ২৮ নভেম্বর বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ তদন্তে প্রাপ্ত ঘটনার সাথে জড়িত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর সক্রিয় হামলাকারী ও ছাত্রলীগের অর্থ যোগানকারী,ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (৫৬)’কে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।আসামীদ্বয়কে স্ব-স্ব মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরন করা হইবে।