নিজস্ব প্রতিবেদকঃ গত ১০ মার্চ ২০২৩ ইং রাত অনুমান ১০ ঘটিকা হইতে ১১ মার্চ ২০২৩ ইং সকাল অনুমান ০৮.ঘটিকার মধ্যে দাগনভূঞা থানাধীন কোরাইশ মুন্সি বাজারস্থ বাদী নুর মোঃ রাসেল রিফাত এর ভাড়া করা গ্যারেজ হইতে ৪৫টি এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি ১টি ট্রাক অজ্ঞাত ব্যক্তিরা চুরি করিয়া নিয়া যায় মর্মে বাদী গত ১৩ মার্চ ২৩ ইং এজাহার দায়ের করেন। বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ বিষয়টি ফেনীর পুলিশ সুপার জাকির হাসান’কে অবগ্রত করেন ।পুলিশ সুপার জাকির হাসান দ্রুত সময়ের মধ্যে চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতার করিয়া চোরাই গ্যাস সিলিন্ডার ও ট্রাক উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (ক্রাইম এন্ড অপস), ফেনী, সহকারী পুলিশ সুপার, সোনাগাজী সার্কেল জনাব তসলিম হুসাইন মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেত্বত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আরিফ উল্লাহ, এএসআই (নিরস্ত্র) মোঃ সেলিম, এএসআই (নিরস্ত্র) মোঃ আল মামুন সহ ফেনী জেলাধীন বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করিয়া গত ১৯ মার্চ -২৩ ইং মোহাম্মদ শাকিল(২৭)হৃদয় হাসান মিলন (২২) ফেনীদ্বয়কে গত রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়কে গত ১৯ মার্চ ২০২৩ইং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
পরবর্তীতে গত ২৫ মার্চ ২০২৩ইং আসামীদ্বয়কে ০১ দিনের পুলিশ রিমান্ডে আনিয়া পৃথক পৃথক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ১নং আসামী মোহাম্মদ শাকিল এর দেওয়া তথ্য মতে ফেনী সদর থানাধীন বিসিক রোড তালতলা কুসুম বাগ সংলগ্ন জণৈক শামীমের খালি জায়গা হইতে বাদীর চোরাইকৃত ১টি ট্রাক এবং ১৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনার সাথে জড়িত অপর আসামী ও চোরাইকৃত অন্যান্য গ্যাস সিলিন্ডিার গুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে।