স্টাফ রিপোর্টারঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ৩নং দাড়িয়াল ইউনিয়নের মাতুব্বর হাট জামে মসজিদ ও এতিম খানায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল এর উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মহান আল্লাহ তা’আলার দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সুস্থতা,সুস্বাস্থ্য,ও দীর্ঘায়ু কামনা করেন।
মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল বলেন ১৭ই মে এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার (৪৪) তম স্বদেশ প্রত্যাবর্তন হয়। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন কেটে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সারা দেশ থেকে আসা লাখো লাখো মানুষ তাঁকে স্বাগত জানায়। সকলের ভালোবাসার বিকাশে সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া মিলাদের শেষে বিভিন্ন অতিথি ও অসহায় দুঃস্থ ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের কে সুষম ভোজের আয়োজন করানো হয়। অপরদিকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে ঢাকার বেরাইদে আব্দুর রহিম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সুষম খাদ্য বিতরণ কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জননেতা আমিনুল ইসলাম আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীবৃন্দ -শিক্ষকমন্ডলী- স্থানীয় দলীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাকেরগঞ্জে দোয়া মিলাদ অনুষ্ঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ