
নিজস্ব প্রতিবেদক :- পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীণ বরণ, ক্যারিয়ার কর্মশালা ও বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্মার্ট পটুয়াখালী বিনির্মানে বদ্ধপরিকর থাকার শপথ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পটুয়াখালী জেলার এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী।
আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষার্থী জিয়াউল হক জিহাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাসনাঈন ইসলাম ইমন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ড.গাজী জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, তাহসিনা সুমাইয়া, তানিয়া ইসলামড.মহুয়া জাহান রূপা,মোঃ হুমায়ুন কবির, দিদার হোসেন খান,আতিকুর রহমান, মোঃ নাঈম হোসেন, মোঃজহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, পটুয়াখালী জেলা থেকে আগত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
উল্লেখ্য,শিক্ষা-ঐক্য-শৃঙ্খলা স্লোগন এবং আমরাই গড়বো আগামীর স্মার্ট পটুয়াখালী প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৪ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয়।