ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির নভেম্বর-২০২৪ মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বরিশালে আ’লীগ কর্মীদের সাথে বিএনপি নেত্রীর গোপন বৈঠক বর্তমানদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ চাকরি ও বিয়ের প্রলোভনে নারী পাচার কালে চক্রের দুই চীনা নাগরিক’কে গ্রেফতার করছে এয়ারপোর্ট এপিবিএন নারী উদ্যোক্তা মেলা/উভ ফুটেজ সংযুক্ত ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: যুবদল সভাপতি মোনায়েম মুন্না গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে নিরাপদ রাখা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব:ডিএমপি কমিশনার দুদক ও বিচার বিভাগ আ.লীগের দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

২৩ টাকায় মোবাইল সার্ভিসিং এর সুবর্ণ সুযোগ দিচ্ছে আইফিক্সস ফাস্ট

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০২:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৪৪৮ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম আরমানঃ বর্তমানে মোবাইল ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে।আমাদের এখন দৈনিন্দিন জীবনে অতি প্রয়োজনীয় একটি বস্তু  মোবাইল ফোন। বাংলাদেশের প্রায় প্রত্যেক  পরিবারের প্রায় সকলের কাছেই রয়েছে ১/২ টা স্মার্ট মোবাইল। আর মোবাইল ফোন হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। আর ইলেকট্রনিক যন্ত্র কোন নিচ্ছয়েতা নেই যেকোন মুহূর্তে সমস্যা সৃষ্টি হতে পারে। আর এ সকল সমস্যা সমাধানের জন্য একঝাঁক মেধাবী তরুণ নিয়ে গঠিত আইফিক্সস ফাস্ট ।স্মার্ট ফোনের যাবতীয় সমাধান নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি,মোতালিব প্লাজা সহ আই ফিক্সস এর সকল সার্ভিসিং সেন্টারে মাত্র ২৩ টাকায় পাচ্ছেন আপনার হাতে স্মার্টফোন টি সার্ভিসের সুবিধাসহ নতুন আঙ্গিকে দেশের বাজারে পা রাখলো আইফিক্সস ফাস্ট (FIXFAST SERVICE & ACCESSORIES) মাত্র ২৩ টাকার অফারটি চলবে চলতি ফেব্রুয়ারি আগামী ১৯ তারিখ পর্যন্ত।

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আইফিক্সস ফাস্ট গ্রাহক সেবার মানউন্নয়নে প্রতিনিয়ত কাজ করছেন মোবাইল হার্ডওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইফিক্সস ফাস্ট এর কর্নধার আকিবুল ইসলাম আরিয়ান ।

স্মার্ট ফোন ব্যবহারে কিছু নির্দেশনা মেনে চললে আপনার শখের ফোনটি ব্যবহার করতে পারবেন দীর্ঘসময় গ্রাহকদের জন্য এমন কিছু টিপস দিয়েছেন আইফিক্সস এর কর্নধার আরিয়ান।

আপনার শখের ফোনের ব্যাটারি ভালো রাখার কিছু কৌশল,তিনি বলেন সারাক্ষণ মোবাইলে চার্জ দেওয়া মোটেই ব্যাটারির স্বাস্থ্যের পক্ষে ভালো না।এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। কী ভাবে ব্যবহার করলে ভালো থাকবে মোবাইলের ব্যাটারি?মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই চার্জে বসান। ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিন।সারা রাত ধরে মোবাইলে চার্জ দেবেন না।মোবাইলের ব্যাটারি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের প্লাগটি বন্ধ রাখুন•নতুন ফোন বারে বারে চার্জে বসাবেন না, এতে ব্যাটারির ক্ষতি হবে।

দ্রুত মোবাইল চার্জ করার টিপসঃদ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।মোবাইলে চলতে থাকা অ্যাপগুলোর জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়।

চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস একদম কমিয়ে দিন।চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টার ভালু থাকে, তা হলে কিন্তু খুব ধীর গতিতে চার্জ হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন। যদি খুব প্রয়োজন না থাকে তা হলে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে।

সবচেয়ে দ্রুত চার্জ করার উপায় ফোন পুরো বন্ধ করে চার্জ দেওয়া। অনেক ক্ষেত্রে যদিও সেটা সম্ভব হয় না। তবে একবারেই অল্প চার্জ থাকলে ফোন বন্ধ করে কিছু ক্ষণের জন্য চার্জ দিলে বেশ খানিকটা চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।সারা রাত ধরে মোবাইলে চার্জ না দেওয়ার ও পরামর্শ দিয়েছেন এই মোবাইল হার্ডওয়ার সফটওয়্যার ও আইটি ইঞ্জিনিয়ার আইফিক্সস ফাস্ট এর কর্নধার আকিবুল ইসলাম আরিয়ান ।

আকিবুল ইসলাম আরিয়ান বলেন,স্মার্ট ফোন সার্ভিস জগতে আইফিক্সস ফাস্ট রয়েছে অত্যাধুনিক ল্যাব ,দক্ষ টেকনিশিয়ান সার্ভিস পরবর্তীতে ক্রুটি থাকলে ফ্রি সার্ভিস সেবা সুবিধা,নিজস্ব অভিযোগ ডেস্ক হটলাইন( 09638595959)সুব্যবস্থা যেখানে দেওয়া হয় ২০ ঘন্টার অধিক ফ্রি সার্ভিস সুবিধা ও মোবাইল ভালো রাখার যাবতীয় টিপস।সর্বপরি তিনি বলেন আপনার স্মার্ট ফোনের যে কোনো সমস্যায় নিয়ে আইফিক্সস ফাস্ট আছে আপনাদের সাথে মোবাইল সার্ভিসিং এর আস্থার নাম হতে পারে আইফিক্সস ফাস্ট ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডিএমপির নভেম্বর-২০২৪ মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

২৩ টাকায় মোবাইল সার্ভিসিং এর সুবর্ণ সুযোগ দিচ্ছে আইফিক্সস ফাস্ট

আপডেট সময় : ০২:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

তৌহিদুল ইসলাম আরমানঃ বর্তমানে মোবাইল ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে।আমাদের এখন দৈনিন্দিন জীবনে অতি প্রয়োজনীয় একটি বস্তু  মোবাইল ফোন। বাংলাদেশের প্রায় প্রত্যেক  পরিবারের প্রায় সকলের কাছেই রয়েছে ১/২ টা স্মার্ট মোবাইল। আর মোবাইল ফোন হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। আর ইলেকট্রনিক যন্ত্র কোন নিচ্ছয়েতা নেই যেকোন মুহূর্তে সমস্যা সৃষ্টি হতে পারে। আর এ সকল সমস্যা সমাধানের জন্য একঝাঁক মেধাবী তরুণ নিয়ে গঠিত আইফিক্সস ফাস্ট ।স্মার্ট ফোনের যাবতীয় সমাধান নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি,মোতালিব প্লাজা সহ আই ফিক্সস এর সকল সার্ভিসিং সেন্টারে মাত্র ২৩ টাকায় পাচ্ছেন আপনার হাতে স্মার্টফোন টি সার্ভিসের সুবিধাসহ নতুন আঙ্গিকে দেশের বাজারে পা রাখলো আইফিক্সস ফাস্ট (FIXFAST SERVICE & ACCESSORIES) মাত্র ২৩ টাকার অফারটি চলবে চলতি ফেব্রুয়ারি আগামী ১৯ তারিখ পর্যন্ত।

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আইফিক্সস ফাস্ট গ্রাহক সেবার মানউন্নয়নে প্রতিনিয়ত কাজ করছেন মোবাইল হার্ডওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইফিক্সস ফাস্ট এর কর্নধার আকিবুল ইসলাম আরিয়ান ।

স্মার্ট ফোন ব্যবহারে কিছু নির্দেশনা মেনে চললে আপনার শখের ফোনটি ব্যবহার করতে পারবেন দীর্ঘসময় গ্রাহকদের জন্য এমন কিছু টিপস দিয়েছেন আইফিক্সস এর কর্নধার আরিয়ান।

আপনার শখের ফোনের ব্যাটারি ভালো রাখার কিছু কৌশল,তিনি বলেন সারাক্ষণ মোবাইলে চার্জ দেওয়া মোটেই ব্যাটারির স্বাস্থ্যের পক্ষে ভালো না।এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। কী ভাবে ব্যবহার করলে ভালো থাকবে মোবাইলের ব্যাটারি?মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই চার্জে বসান। ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিন।সারা রাত ধরে মোবাইলে চার্জ দেবেন না।মোবাইলের ব্যাটারি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের প্লাগটি বন্ধ রাখুন•নতুন ফোন বারে বারে চার্জে বসাবেন না, এতে ব্যাটারির ক্ষতি হবে।

দ্রুত মোবাইল চার্জ করার টিপসঃদ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।মোবাইলে চলতে থাকা অ্যাপগুলোর জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়।

চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস একদম কমিয়ে দিন।চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টার ভালু থাকে, তা হলে কিন্তু খুব ধীর গতিতে চার্জ হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন। যদি খুব প্রয়োজন না থাকে তা হলে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে।

সবচেয়ে দ্রুত চার্জ করার উপায় ফোন পুরো বন্ধ করে চার্জ দেওয়া। অনেক ক্ষেত্রে যদিও সেটা সম্ভব হয় না। তবে একবারেই অল্প চার্জ থাকলে ফোন বন্ধ করে কিছু ক্ষণের জন্য চার্জ দিলে বেশ খানিকটা চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।সারা রাত ধরে মোবাইলে চার্জ না দেওয়ার ও পরামর্শ দিয়েছেন এই মোবাইল হার্ডওয়ার সফটওয়্যার ও আইটি ইঞ্জিনিয়ার আইফিক্সস ফাস্ট এর কর্নধার আকিবুল ইসলাম আরিয়ান ।

আকিবুল ইসলাম আরিয়ান বলেন,স্মার্ট ফোন সার্ভিস জগতে আইফিক্সস ফাস্ট রয়েছে অত্যাধুনিক ল্যাব ,দক্ষ টেকনিশিয়ান সার্ভিস পরবর্তীতে ক্রুটি থাকলে ফ্রি সার্ভিস সেবা সুবিধা,নিজস্ব অভিযোগ ডেস্ক হটলাইন( 09638595959)সুব্যবস্থা যেখানে দেওয়া হয় ২০ ঘন্টার অধিক ফ্রি সার্ভিস সুবিধা ও মোবাইল ভালো রাখার যাবতীয় টিপস।সর্বপরি তিনি বলেন আপনার স্মার্ট ফোনের যে কোনো সমস্যায় নিয়ে আইফিক্সস ফাস্ট আছে আপনাদের সাথে মোবাইল সার্ভিসিং এর আস্থার নাম হতে পারে আইফিক্সস ফাস্ট ।