র্যাব-০৭ এর আওতাধীন ফেনীর র্যাব ক্যাম্প সিপিসি-১
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি একটি সিএনজি যোগে অবৈধ উপায়ে ট্রেন থেকে চোরি করে বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইকৃত ডিজেল ফেনী শর্শদী বাজার এলাকা হতে ফেনী মহিপাল এর দিকে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৫ মার্চ ২৩ ইং বুধবার বিকালে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নীচে জনৈক মহিনুল ইসলাম এর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট পরিচালনাকালে একটি সন্দেহজনক সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উক্ত সিএনজিসহ আসামী মোঃ ইউসুফ (৪৫)ফেনীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদসহ সিএনজি তল্লাশী করে উক্ত সিএনজি এর যাত্রী বসার সিটসহ পা রাখার জায়গায় নীল রংয়ের ছোট বড় বিভিন্ন সাইজের ০৮ (আট) টি কথিত তেলের গ্যালনের ভিতর মোট ৪৫০ (চারশত পঞ্চাশ) লিটার ট্রেন থেকে চোরাইকৃত ডিজেল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার এবং একটি সিএনজি জব্দসহ, উক্ত মালামাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তিনি সদর থানায় নিয়মিত মামলার মাধ্যমে উক্ত চোরাইকৃত ডিজেল সহ আসামিকে থানা হস্তান্তর করা হয়েছে বলে জানান, র্যাব-০৭ এর ফেনী সিপিসি-১ ক্যাম্প কমান্ডার।