রানীশংকৈল প্রতিনিধিঃ জেলার রানীশংকৈল উপজেলায় মাত্র আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব স্বারদীয় দূর্গা পূজা। তাই স্বারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্থ সময় পার করছে রানীশংকৈলের প্রতিমা তৈরির কারিগররা। দিন রাত ঘাম ঝরানো পরিশ্রম করে তৈরি করা হচ্ছে দূর্গা মায়ের প্রতিমা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য্য দিয়ে মাটি, খড় এবং শুতলি সাহায্যে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা , এক একটি মন্দিরে তৈরি করা হচ্ছে এক একরকমের ডিজাইনের প্রতিমা।
ডিজাইনের উপর ভিত্তি করে মুজুরি নিচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। ৫৪ টি মন্দিরে স্বারদীয় দুর্গা পূজা উৎসব হয় রানীশংকৈল উপজেলায়।
৩ অক্টোবর ( মঙ্গলবার) সকালে রানীশংকৈল পৌরসভা কলেজ পাড়া মন্দির কমিটির পরিচালক দিলিপ বসাক বলেন– আমরা ২০০০ সাল থেকে কলেজ পাড়াই স্বারদীয় পূজা উদযাপন করে আসছি।৪১ সদস্য নিয়ে পৌর কলেজপাড়া কমিটি গঠন করা হয়েছে। সভাপতি – রাজীব বসাক,সম্পাদক মাধুর্য বসাক, দেখভালের দায়িত্বে আছেন বিজয় বসাক।পুর্বের উৎসবগুলোর চেয়ে এবারের পুজা উৎসবটা ভিন্নরকম এবং সৌন্দর্য মন্ডিত হবে আশা করি। আমাদের কলেজপাড়ার স্বারদীয় দুর্গাপুজা পৌরসভার মধ্যে সবচেয়ে বিলাশবহুল এবং সবদিক দিয়ে সেরা | ২০ অক্টোবর দুর্গামা গটকে আসবে এবং ঘটকের মাধ্যমে গমন করবেন ২৪ তারিখে।
রানীশংকৈল নিউজ২৪ কে ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম জানান– শারদীয় দূর্গা পূজার উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।