সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও:- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সাপ্তাহিক নেকমরদ হাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দের পর পৌরসভার নুরানী মাদ্রাসা ও এতিম খানায় দান করা হয়েছে।
৮ অক্টোবর (রবিবার) সকালে উপজেলার নেকমরদ হাটে মৎস্য কর্মকর্তা মাছবাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাছ ব্যবসায়ীরা টের পাইলে মাছের বাজার থেকে আগেই পালিয়ে যান।
যার ফলে আফ্রিকান নিষিদ্ধ মাছগুলোকে জব্দ করা হয়।
রানীশংকৈল উপজেলা মৎস্য অফিসার রাকিবুল হাসান জানান আফ্রিকান মাগুর বিক্রী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ মাছের বাজারে ৪০ কেজি মাগুর জব্দ করা হয়।
তিনি জানান আফ্রিকান মাগুর উৎপাদ বা বিক্রী দুটোই অপরাধ।পুকুরে এ মাছ চাষ করলে অন্যন্য মাছগুলো খেয়ে সাবার করে দেয় যার ফলে এই মাছ অন্যান্য মাছের জন্য হুমকি